বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন - ajkerparibartan.com
বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

3:27 pm , April 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনের লক্ষ্যে বরিশাল জেলা তথ্য অফিসের উদ্যোগে আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা হয়েছে। রোববার সকালে নগরীর কাশিপুর হাই স্কুল ও কলেজে আলোচনা সভা হয়। কাশিপুর হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মামুন- অর- রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ আহম্মদ। বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। বক্তৃতার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৭৫ এর ১৫ আগষ্ট যাঁরা শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। এসময় আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে ১০ জন কুইজ বিজয়ীদের বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী উপহার দেওয়া হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT