বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার থেকে গোপনে গরু পাচার ! বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার থেকে গোপনে গরু পাচার ! - ajkerparibartan.com
বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার থেকে গোপনে গরু পাচার !

3:24 pm , April 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারে ব্যাপক দুর্নীতি ও খামার থেকে গরু পাচারের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, এই খামারের প্রজনন অক্ষম বা অন্যান্য রোগ ব্যধিতে আক্রান্ত গরু প্রতি বছর সরকারী নিয়ম অনুযায়ী নিলামে তুলতে হয়। কিন্তু বিগত ২/৩ বছর যাবত সে নিয়ম মানা হচ্ছে না। ফলে নিলামে তোলা গরু স্থানীয় ব্যবসায়ীরা কম দামে কিনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। কিন্তু ঈদকে সামনে রেখে গত ১৬ এপ্রিল বিকাল ৫টার দিকে এ রকম আনুমানিক ২০টি গরু নিলাম না করে গোপনে ঢাকা সাভারে অবস্থিত কেন্দ্রীয় গো প্রজনন খামারে প্রেরণ করেছে কর্তৃপক্ষ। খামারের কর্মকর্তা ও সহকারীদের সহায়তায় গরুগুলিকে ট্রাকযোগে কেন্দ্রীয় গো প্রজনন খামারে পৌঁছে দেয়া হয়। কিন্তু নিয়ম অনুযায়ী এ সকল গরু নিলামের বিধি রয়েছে। যা যথাযথ ভাবে পালন করা হয়নি বলে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে অভিযোগ রয়েছে, এই গরুগুলো ঢাকায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোকজন নাম মাত্র মূল্যে কথিত নিলাম বা ক্রয় দেখিয়ে নিজেরাই বাগিয়ে নিবে। তাতে এই এলাকার সাধারণ জনতা ও ব্যবসায়ীরা নিলামে গরু ক্রয় থেকে বঞ্চিত হয়েছে। বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের উপ-পরিচালক হিসেবে মো: আনিসুজ্জামান এবছরের গত ১০ ফেব্রুয়ারি উক্ত খামারের দায়িত্ব গ্রহণ করেন। এর পূর্বে গত ২ বছর যাবত নিলাম হয়নি বলেও জানা গেছে। খোঁজ খবর নিয়ে আরও জানা যায়, বর্তমানে এই খামারটিতে আনুমানিক ৪০টির বেশি দুগ্ধ গাভী রয়েছে। যা থেকে প্রতিদিন গড়ে ৪শত লিটার দুধ উদপাদিত হয়। উল্লেখ্য, বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কথা এখন আর কারো অজানা নয়। এ ব্যাপারে বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মতিউর রহমান জানান, ২০ টি গরু ঢাকায় পাঠানো হয়েছে। নিলাম কেন হয়নি জানতে চাইলে তিনি জানান, এটা ঢাকা অফিস থেকেই বলা হয়েছে পাঠাতে তাই পাঠানো হয়েছে। তবে মতিউরের নামে খামার সংক্রান্ত ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। সে বহু বছর যাবৎ অদৃশ্য খুঁটির জোরে গলাবাজি করে খামারে দাপটের সাথে যা ইচ্ছা তাই করে বহাল তবিয়তে চাকরি করছে। বরিশাল দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের উপ-পরিচালক আনিসুজ্জামান জানান, এগুলো মন্ত্রণালয় থেকে লিখিত চিঠির মাধ্যমে ঢাকায় প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। উপযুক্ত নির্দেশ ব্যতিত গরু খামারের বাইরে কোথাও প্রেরণের ক্ষমতা নেই। তিনি আরও বলেন, এ বছর নিলাম না হওয়ার কোন কারণ দেখানো হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT