প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে তৃণমূলে কারো দুয়ারে অনটন নেই -পানি সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে তৃণমূলে কারো দুয়ারে অনটন নেই -পানি সম্পদ প্রতিমন্ত্রী - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তে তৃণমূলে কারো দুয়ারে অনটন নেই -পানি সম্পদ প্রতিমন্ত্রী

3:24 pm , April 16, 2022

জেলা প্রশাসনের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ইফতার মাহফিল সার্কিট হাউজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন স্তরের প্রায় দেড় হাজার সরকারি কর্মকর্তা, চাকুরিজীবী, সামাজিক ব্যাক্তিত্ব সাংবাদিক সম্পাদক বৃন্দ, নির্বাচিত প্রতিনিধিগন, ব্যাবসায়ি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এতে উপস্থিত ছিলেন। পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি কর্ণেল (অব) জাহিদ ফারুক শামিম এমপি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় ইফতার পূর্ব স্বাগতিক বক্তৃতায় জেলা প্রশাসন জসীম উদ্দীন হায়দার বলেন আমরা সরকারি কর্মকর্তা যারা রয়েছি তারা সবার কল্যান চাই, মঙ্গল চাই। করোনার মতো ভয়াবহ দূর্যোগের দূর্ভোগে পড়ে আমরা গত দুই বছরে অনেক স্বজনকেই হারিয়েছি। আজ আমরা যারা বেচে আছি এটাই আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া। তিনি দেশ ও জাতির কল্যানে মানবতার ডাকে সবাইকে সাড়া দেয়ারআহবান জানান। প্রধান অতিথির বক্তৃতায় পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রি কর্ণেল(অব) জাহিদ ফারুক শামিম এমপি বলেন, সোনার বাংলা গড়ার এখনই সময়। দেশবাসির সুখ স্বপ্ন ছিলো জাতির জনকের স্বপ্ন। তিনি বলেন জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আমরা সর্বোচ্চ সেবা প্রদান করে করোনার মতো ভয়াল আতঙ্ককে জয় করেছি। মাহে রমজান এবং ঈদকে সামনে রেখে জননেত্রীর সাহসী সিদ্ধান্তে তৃণমূলে কারো দুয়ারে অনটনের লেশমাত্র নেই। করোনায় খাদ্য ও স্বাস্থ্য সেবা ঘরে ঘরে পোছে দেয়া হয়েছে। আর মাহে রমজান ও ঈদকে সামনে ওএমএস এবং টিসিবির মাধ্যমে পর্যাপ্ত খাদ্য সহায়তা চালু রাখায় বাজার পরিস্থিতি সম্পুর্ন নিয়ন্ত্রনে রাখা হয়েছে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় সবার সহযোগিতা আশাকরে বলেন এই দেশ আমাদের, দেশ গড়ার দায়িত্বও আমাদের। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ববি ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, শাহে আলম এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, রুবিনা মিরা এমপি, বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান, শেখ হাসিনা সেনা নিবাসের জিওসি মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, বিগ্রেডিয়ার জিএম শহিদুল ইসলাম, পুলিশ কমিশনার মো: শাহাবুদ্দিন খান, জেলা ও দায়রা জজ মো: রফিকুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো: মইদুল ইসলাম, পুলিশ সুপার মো: মারুফ হোসেন, সিনিয়র সাংবাদিক এসএম ইকবাল, মুরাদ আহমেদ, কাজী আবুল কালাম আজাদ, কাজী মিরাজ, সৈয়দ দুলাল, কাজী আল-মামুন, এসএম জাকির হোসেন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT