3:06 pm , April 16, 2022

আগৈলঝাড়া প্রতিবেদক ॥ আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ ২জন প্রতিপক্ষের হাতে হামলার শিকার। স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে ১৫১ ধারায় বরিশাল আদালতে প্রেরণ করেছে। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পরে উপজেলা ছাত্রদলের আহবায়ক মহিদুল মোল্লা ও গৈলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ফড়িয়া শুক্রবার শিহিপাশা (কুমারভাঙ্গা) গ্রামের জনৈক আজিজ হাওলাদারের বাড়িতে ইফতারের দাওয়াতে যায়। ইফতার শেষে সন্ধ্যার পরে বাড়ি ফেরার পথে শিহিপাশা নামক স্থানে পূর্ব শত্রুতার জের ধরে অজ্ঞাতনামা লোকজন তাদের মারধর করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে এসআই আলী হোসেন ঘটনাস্থলে গিয়ে দুই জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহতদের উপজেলা হাসপাতালে চিকিৎসা প্রদান করে। থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, প্রতিপক্ষের হাতে হামলার শিকার হয়ে আহত দুই জনকে পুলিশ গিয়ে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে। এ ঘটনায় কেউ বাদী হয়ে মামলা না করায় উল্লেখিত দুই জনকে ১৫১ ধারায় আটক দেখিয়ে গতকাল শনিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।