3:50 pm , April 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে শুরু হয়নি দুরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। কবে নাগাদ শুরু হবে সে বিষয়েও এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয়নি নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস মালিক সমিতি। যাত্রীদের তেমন কোন আগ্রহ নেই, তাই অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বাস মালিক নেতৃবৃন্দ। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি করে বাস ও লঞ্চ মালিক কর্তৃপক্ষ। ইতমধ্যে ঢাকা-বরিশাল রুটের চলচলরত লঞ্চগুলো অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দুরপাল্লার বাসেও ঈদ উপলক্ষে গতকাল শুক্রবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। কিন্তু ব্যতিক্রম চিত্র লক্ষ্য করা গেছে বরিশালের ক্ষেত্রে। বরিশাল থেকে দুরপাল্লার বাস ছেড়ে যাওয়ার একমাত্র কাউন্টার নথুল্লাবাদ বাস টার্মিনালে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়নি। টার্মিনালের সুগন্ধা কাউন্টারের ম্যানেজার মতিন বলেন যাত্রীদের কোন চাপ নেই। অগ্রিম টিকিট কাদের কাছে বিক্রি করব। তাই এখন পর্যন্ত আমরা অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে কোন সিদ্ধান্ত নেই নি। বাস মালিক সমিতির সাধারন সম্পাদক ফরিদ বলেন যাত্রীদের চাপ নেই তাই অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয়নি । তিনি বলেন যাত্রীদের চাপের উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেই কবে থেকে টিকিট বিক্রি শুরু করব। চাপও নেই তাই সিদ্ধান্ত নিতে পারছি না। আশা করছি ২০ রোজার পর থেকে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হতে পারে।