3:34 pm , April 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মুছলিহীনের মাসিক তা’লীম জলসা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাতে অংশ নেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। সে-সময় আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদ হুজুর উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহানগর মুছলিহীনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা মুছলিহীনের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আব্দুর রশীদ খান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, জেলা যুব মুছলিহীনের সভাপতি ও জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, ছাত্র মুছলিহীনের সভাপতি ও মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ, জেলা ছাত্র মুছলিহীনের সভাপতি কে.এম মেহেদি হাসান বাপ্পীসহ দলীয় নেতা-কর্মীরা।