3:28 pm , April 10, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুইদিন পর নিখোঁজ বাকি দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়য়ন সংলগ্ন কালাবদর নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মৃত মালা বেগম মাঝিরচর এলাকার সাইফুল হাওলাদারের স্ত্রী ও ইয়ামিন একই এলাকার বাসিন্দা। মেহেন্দিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শুক্রবার মাঝিরচর থেকে দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে যাওয়ার পথে যাত্রীবাহি ট্রলার ডুবির ঘটনায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হলেও নিখোজ ছিলো তিনজন। ওই তিনজনের মধ্যে শনিবার দুপুরে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে ৬/৭ কিলোমিটার দূর থেকে। সর্বশেষ রোববার সকালে বাকি নিখোজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।