3:27 pm , March 30, 2022

নিজস্ব্ প্রতিবেদক ॥ দুইতলা ভবনের কার্ণিশে গিয়ে সেলফি তুলতে গিয়ে নগরীর ব্রজমোহন বিদ্যালয়ের (বিএম স্কুল) দশম শ্রেনীর ছাত্র পড়ে গিয়ে আহত হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। আহত ছাত্র হলো- রামিম (১৬)। সে দশম শ্রেনীর ছাত্র। সহপাঠিরা জানিয়েছে, সেলফি তুলতে তিনতলা ভবনের কার্ণিশে যায় রামিম। এ সময় মাথা ঘুরে নিচে পড়ে গেছে। তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ জানিয়েছেন, কিভাবে পড়েছে সেটা দেখিনি। কার্ণিশ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। তবে আহত গুরুতর নয়। তাকে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসকরাও জানিয়েছে গুরুতর আহত হয়নি।