শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে - ajkerparibartan.com
শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে

3:17 pm , March 29, 2022

বরিশাল মেট্রোপলিটন কলেজের নবীন বরণে শিক্ষাবোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফের মোহাম্মদ ইউনুস বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এই গড়ে তোলার কাজটি বরিশাল মেট্রোপলিটন কলেজ সঠিকভাবে করছে বলে আমার দৃঢ় বিশ্বাস। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো রেজাল্ট যেমন করতে হবে, তেমনি সঠিক শিক্ষাগ্রহণের মাধ্যমে নিজেদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে, তাহলেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। লক্ষ্য অর্জিত হবে সরকারের রুপকল্প ভিশন ২০৪১। মহামারি করোনার কারনে তোমাদের লেখা পড়ায় যাদের ঘাটতি রয়েছে তা সামনের দিনগুলোতে পুরণ করে নিতে হবে। মাদকের কবল হতে নিজেদের রক্ষা করতে হবে। ২৯ মার্চ মঙ্গলবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে বরিশাল মেট্রোপলিটন কলেজ আয়োজিত নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদেরকে প্রযুক্তি বিষয়ক জ্ঞানার্জনের প্রতি গুরুত্ব দিতে হবে, মোবাইল ফোনের পজেটিভ ব্যবহার করে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, মোবাইলের নেগেটিভ ব্যবহার থেকে ক দূরে রাখতে হবে। বরিশাল মেট্রোপলিটন কলজের অধ্যক্ষ প্রফেসর এস এম আলী নেছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল এইচএসটিটিআই’র পরিচালক প্রফেসর মোঃ শাহ আলম। বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন কলেজের উপদেষ্টা ও সরকারি বিএম কলেজ বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ আ.খা.মো. আবদুর রব ও প্রফেসর জাহান আরা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন কলেজের চেয়ারম্যান সাংবাদিক আযাদ আলাউদ্দীন, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. মাহাব্বাতুল্লাহ, নির্বাহী পরিচালক মো. নাসির উদ্দিন, আতিক মাহমুদ বাবুল ও আমান উল্লাহ আমান, পরিচালক সফিউল্লাহ রায়হান, কাওসার হোসাইনহ অন্যান্য পরিচালক, শেয়ার হোল্ডার, শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবক সহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রূপা রাণী ও সাদিয়া আনাম মীম। বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাজহারুল ইসলাম ও একাদশ শ্রেণির শেখ সাবিহা তাবাসসুম। গান পরিবেশন করেন শারমিন আক্তার মৌ, সুস্মিতা ইসলাম ও হিমেল খান। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বরিশাল মেট্রোপলিটন কলেজের ইতিহাস প্রভাষক নুশরাত জাহান শিলা ও বাংলা প্রভাষক দোলা মিত্র। নবীন বরণ শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT