3:36 pm , March 28, 2022

আরিফ আহমেদ, বিশেষ প্রতিবেদক ॥ তিনদিনে প্রায় আড়াই লাখ মানুষকে গণটিকা প্রদানের টার্গেট নিয়ে বরিশালে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ কার্যক্রম। এরমধ্যে জেলায় ৮৬টি ইউনিয়ন পরিষদে ১ লাখ ৮০ হাজার এবং মহানগরের ১১টি কেন্দ্রে ৫৪ হাজার টিকা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন। সোমবার সকাল থেকে শুরু হওয়া এই গণটিকা বিষয়ে সিভিল সার্জন ডা. মারিয়া হাসান জানান, দুই শতাধিক কেন্দ্রের মাধ্যমে ১০ উপজেলার ৮৬ ইউনিয়নে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। এতে ১ লাখ ৮০ হাজার মানুষকে টিকা দানের টার্গেট নেয়া হয়েছে। এদিকে বরিশাল সিটি করপোরেশনের ডা. খন্দকার মঞ্জরুল ইসলাম শুভ্র বলেছেন, নগরীর ১১টি কেন্দ্রে একযোগে গণটিকার দ্বিতীয় ডোজ কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে। তিনদিনে নগরীর ৫৪ হাজার মানুষকে টিকা দানের টার্গেট নেয়া হয়েছে বলে জানান তিনি।
বরিশালের প্রতিটি কেন্দ্রেই দ্বিতীয় ডোজ টিকা নিতে আসা মানুষের উপচে পরা ভিড় দেখা গেছে। তবে বিভাগীয় পুলিশ হাসপাতাল ও সদর হাসপাতালে ছিলো বিশৃঙ্খলা পরিবেশ। বিশেষ করে পুলিশ হাসপাতালের প্রবেশপথ থেকে শুরু করে দ্বিতীয় তলার টিকাদান কক্ষ পর্যন্ত পৌঁছাতে দুঘন্টার বেশি অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ টিকা নিতে আসা সাধারণ মানুষের।