কলাপাড়ায় প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণের পর ফের হাসপাতালে ধর্ষণ কলাপাড়ায় প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণের পর ফের হাসপাতালে ধর্ষণ - ajkerparibartan.com
কলাপাড়ায় প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণের পর ফের হাসপাতালে ধর্ষণ

3:31 pm , March 23, 2022

পরিবর্তন ডেস্ক ॥ একাধিকবার প্রেমিকাকে দলবেঁধে ধর্ষণের পর ফের হাসপাতালে ধর্ষণ করা হয়। কলাপাড়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবেঁধে ধর্ষণের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ফের হাসপাতালেই তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, গোপাল চন্দ্র মিস্ত্রী (২২), মাসুম (২৩), শাসিল (২৫)। তাদের সবার বাড়ি কলাপাতা পুরঃসরের বিভিন্ন এলাকায়। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৩ ফেব্রুয়ারি সকালে সে কলাপাড়া হাসপাতালে করোনার টিকা নিতে আসে। এ সময় পরিচয় হয় মাসুমের সঙ্গে। পরবর্তী সময়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৮ মার্চ বিকেলে মাসুম তাকে বাসা থেকে কৌশলে বের করে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে নিয়ে যান। এ সময় ওই এলাকায় ঘোরাফেরা করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের একটি তালগাছের নিচে শাকিল তাকে ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী কিশোরী অসুস্থবোধ করলে তারা কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পরে গভীর রাতে ভুক্তভোগী কিশোরীকে ফের ধর্ষণ করে মাসুম। এ সময় ভুক্তভোগীকে হাসপাতালে রেখে চলে যান। পরে গত ৯ মার্চ খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে কলাপাড়া হাসপাতালের সামনে দেখা পাওয়া যায়। মামলায় আরও উল্লেখ করা হয়, এ ঘটনাটি কাউকে না বলার জন্য মাসুম ভয়ভীতি দেখান। এ কারণে ভুক্তভোগী তার পরিবারকে কিছুই জানায়নি। পরে গত ১১ মার্চ দুপুরে ভুক্তভোগী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় পথে বিয়ের প্রলোভনে মাসুম, শাকিল ও গোপাল তাকে উপজেলার পাখিমারা এলাকায় নিয়ে যান। পরে মাসুম তাকে বিভিন্ন স্থানে রেখে একাধিকবার ধর্ষণ করে। এদিকে ভুক্তভোগীর পরিবার অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সোমবার (২১ মার্চ) কলাপাড়া থানা পুলিশকে জানায়। পরে রাতেই পৌর শহরের রহমতপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম জানান, ভুক্তভোগী এখন সুস্থ আছেন। তাকে শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কারাগারে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT