3:24 pm , March 16, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বাকেরগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার পরিচালিত অভিযানে তাদের সহায়তা করেছে আমর্ড পুলিশ ব্যটালিয়ন। তারা জানিয়েছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ভঙ্গের দায়ের জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা দেয়া প্রতিষ্ঠান হলো- জননী মেডিকেল হল, হাওলাদার স্টোর, লিয়াকত স্টোর, হাওলাদার ফার্মেসী ও সাথী মেডিকেল হল।