3:25 pm , March 13, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-ঢাকা রুটে দিবা নৌ-সার্ভিস গ্রীন লাইনের ক্যাটামেরান নৌযানের টেউয়ের তোড়ে কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। রোববার দুপুরে নদীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ট্রলারে প্রায় অর্ধশত যাত্রী সাতরে ও স্থানীয়দের সহায়তায় তীরে উঠেছে। তবে ডুবে গেছে ট্রলারসহ যাত্রীদের মালামাল। জানা গেছে, ঢাকা থেকে বরিশাল নগরীর স্টিমারঘাটের দিকে আসছিল এমভি গ্রীনলাইন-৩। নগরীর পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় পৌঁছুলে গ্রীনলাইনের গতির কারনে নদীতে সৃষ্ট তীব্র ঢেউয়ের তোড়ে নগরী থেকে ছেড়ে আসা হিজলাগামী ট্রলারটি ডুবে যায়। তবে দুর্ঘটনার পরপরই কাছাকাছি থাকা কয়েকটি ট্রলার যাত্রীদের উদ্ধার করেছে। অনেকে আবার সাঁতরে তীরে উঠেছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান। বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন বলে জানিয়েছেন বরিশাল নদীবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান।