জার্মান নাগরিক সেবিকা স্ত্রী ও সন্তানকে নিয়ে বৌ-ভাত জার্মান নাগরিক সেবিকা স্ত্রী ও সন্তানকে নিয়ে বৌ-ভাত - ajkerparibartan.com
জার্মান নাগরিক সেবিকা স্ত্রী ও সন্তানকে নিয়ে বৌ-ভাত

3:31 pm , March 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সন্তানকে নিয়ে জার্মানীর সেবিকা স্ত্রীর বউ-ভাত অনুষ্ঠান করেছে সদর উপজেলার চরবাড়িয়া ইউপির উলাল বাটনা গ্রামের রাকিব হোসেন শুভ। শুক্রবার ওই গ্রামের কয়েকজ হাজার বাসিন্দা ও স্বজনদের নিয়ে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কনে জার্মান নাগরিক আলিসা থেওডোরা পিত্তা ও তার এক বান্ধবী লেইসা উপস্থিত ছিলো। জার্মানী প্রবাসী শুভ ও আলিসা দুই বছর পূর্বে বিয়ে করেন। বর্তমানে তাদের ছ মাস বয়সী পুত্র রয়েছে। করোনার কারনে বিয়ের অনুষ্ঠান করা ও স্ত্রীকে নিয়ে দেশে আসতে পারেননি শুভ। সে সদর উপজেলার চরবাড়িয়া ইউপির উলাল বাটনা গ্রামের ইটালী প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। পরিবারকে নিয়ে বিয়ের অনুষ্ঠান করতে গত ৪ মার্চ দেশে আসেন। সাথে স্ত্রীর বান্ধবীকে নিয়ে আসেন। স্ত্রীকে নিয়ে গ্রামে আসার পর থেকে উৎসব শুরু হয়। শুক্রবার হয় বৌ-ভাত অনুষ্ঠান। শুভর বাবা শহিদুল ইসলাম জানান, ৬৫ টি বড় বড় পাত্রে বিয়ের রান্নার আয়োজন করা হয়, যেখানে দুপুরে ৩ হাজার অতিথিরা মধ্যাহৃ ভোজ করেছেন। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী বেশি খুশি বলেও জানান তিনি। ইতোমধ্যে শ্বশুরবাড়ির আথিতেয়তায় বেশ খুশি আলিসা। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো, ছবি তোলায় সময় কাটাচ্ছেন তিনি ও তার বান্ধবি। সবার সাথে হাঁসিমুখে কথা বলায় এরইমধ্যে পরিণত হয়েছেন সবার মধ্যমণিতে। তার প্রতি আদর-যতেœর কমতি রাখছেন না প্রতিবেশীরাও। এদিকে বিয়ের এ আয়োজন ঘিরে বাড়ির দুইপ্রান্তে প্রায় দুই কিলোমিটার সড়ক জুড়ে বাহারি রংয়ের আলোকসজ্জা করা হয়েছে। সেইসঙ্গে বসানো হয় তোরণও। অন্যদিকে বাড়ির পাশের মাঠে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT