3:51 pm , March 10, 2022

গৌরনদী প্রতিবেদক ॥ বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান অসুস্থ হয়ে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে তাকে ভর্তি করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছেন। আকন কুদ্দুসুর রহমানের বড় ভাই গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আকন সিদ্দিকুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে বাসায় ফিরে প্রেসার কমে গিয়ে পড়ে যান এবং অজ্ঞান হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধানমন্ডি ল্যাব এইড হাসপাতালে ভর্তি করেন। সেখানে মাথায় ও হৃদযন্ত্রেরসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানো হয়। বর্তমানে অবস্থা কিছুটা উন্নতি হলেও চিকিৎসকগন নিবির পর্যবেক্ষনে রেখেছেন।