3:45 pm , March 10, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ সৈয়দ হাতেম আলী কলেজের এক শিক্ষার্থীর অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সাহায্য চাইতে গিয়ে হামলার শিকার হয়েছে ৪ কলেজ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে নগরীর অমৃত লাল দে কলেজ ক্যাম্পাসে এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি রয়েছে। আহতরা হলো অমৃত লাল দে কলেজের বানিজ্য বিভাগের শিক্ষার্থী জিহাদ, মানবিক বিভাগের কৌশিক ও মাইশা। আহত মাইশা জানান, সকালে সেসহ জিহাদ, কৌশিক ক্যাম্পাস এ আসি বান্ধবীর অসুস্থ মায়ের চিকিৎসার আর্থিক সাহায্যের জন্য। তারপর অমৃত লাল দে কলেজের ২য় বর্ষের মানবিক শাখার ছাত্র সূর্যসহ তার বন্ধুরা ডেকে নিয়ে বলে নতুন ধান্দা খুলেছিস তোরা । এছাড়া আরও খারাপ ভাষায় গালিগালাজ করে। অপমান সহ্য করতে না পেরে সূর্যকে চড় দেই। তারপর সূর্য এবং তার সাথে বখাটেরা তাকে মারধর করে। তা দেখে জিহাদ প্রতিবাদ করতে চাকু দিয়ে মাথায় আঘাত করে এবং সবাই মিলে রড দিয়ে জিহাদ এবং কৌশককে বেধম পেটায়। হামলাকারীরা হলো অমৃত লাল দে কলেজের মানবিক শাখার ছাত্র সূর্য, সাব্বির, অন্তু, পার্থ সহ ৫ থেকে ৭ জন বহিরাগত। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী জানায় সূর্য কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের সব সময় মারধর করে এবং নিরীহ শিক্ষার্থীদের কাছ থেকে জোরপূবর্ক টাকা পয়সা ছিনিয়ে নেয় এবং ছাত্রীদেরকে ইভটিজিং করে কেউ প্রতিবাদ করলে তাদের কে মারধর করে। আহত শিক্ষার্থী জিহাদ ও কৌশিক জানান, হামলায় আমরা চার বন্ধু আহত হয়েছি। কিন্তু আমি এবং কৌশিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।