1:00 am , March 9, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের বিশেষ ৭ম সাধারন সভা মঙ্গলবার রাতে নগরীর প্যারারা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী মফিজুল ইসলাম। সভায় বিগত সভার সিদ্ধান্ত পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো: লিয়াকত আলী লিকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি ডা: এসএম জাকির হোসেন, আলহাজ্ব মো: হালিম রেজা মোফাজ্জেল, সাধারণ সম্পাদক শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, কোষাধ্যক্ষ ডা: নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক শোভন কুমার দাস, নির্বাহী সদস্য কাজী মামুন, সমাজসেবা সম্পাদক মো: হাবিবুর রহমান। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের পরিধি বৃদ্ধিকল্পে কেন্দ্রীয় সংগঠনের সাথে একিভুত হওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। অদ্য থেকে সংগঠনের নাম হবে “বাংলাদেশ প্রাইভেট হস্পিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন”। সভায় সংগঠনের সভাপতি কাজী মফিজুল ইসলাম বলেন, আগামী ১২ই মার্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও স্বাস্থ অধিপ্তরের পরিচালক (হসপিটাল ও ক্লিনিক সমূহ) এর বরিশাল আগমন উপলক্ষে এসডিজি অর্জনে স্বাস্থ্য খাতে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের অবদান শীর্ষক আলোচনা সভায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। তিনি উপস্থিত সদস্যদের অনুরোধে আগামী ২৫ শে মার্চ কুয়াকাটায় বাৎসরিক বনভোজন ও বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত দেন।