1:00 am , March 7, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পাট দিবস উপলক্ষ্যে নগরীতে র্যালি ও সমাবেশ হয়েছে। রোববার পাট অধিদপ্তরের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এ র্যালি ও সভা হয়। নগরীর সার্কিট হাউজ চত্বর বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভা করা হয়। র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তাজুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মোঃ নওশের আজাদ, বীর প্রতীক কেএসএম মহিউদ্দিন মানিক, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।