1:00 am , March 6, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ অস্বাভাবিক দ্রব্যমূল্যের উর্ধগতি না কমাতে পারলে এ সরকার ক্ষমতায় থাকতে পারবে না। জাতীয় পার্টি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকবে। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে প্রকৌশলী ইকবাল হোসন তাপসকে মেয়র নির্বাচিত করবো ইনশাআল্লাহ। শনিবার নগরীতে জাতীয় পার্টির কার্যালয়ে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। দ্রব্যে মুল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক ওই মতবিনিময় সভা বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মহানগর সদস্য সচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষায়ক সম্পাদক গোলাম মোস্তফা। বক্তব্য রাখেন জাতীয় পার্টি বরিশাল জেলা সদস্য সচিব এ্যাড. এম এ জলিল। এ সময় বরিশাল জেলা ও মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।