1:00 am , March 5, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে কসমিক কালচারের উদ্যোগে ম্যারাথন হয়েছে। শুক্রবার সকালে নগরীর বিএম কলেজের প্রথম গেট থেকে এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনের উদ্বোধন করেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন। দেশের বিভিন্ন জেলা থেকে সাড়ে ৪০০ পেশাদার ও শৌখিন দৌড়বিদ অংশ নেয়। চার ক্যাটাগরির প্রতিযোগিতায় পুরুষ ও নারীরা অংশ নেয়। এর মধ্যে ম্যারাথনে বিজয়ী হয়েছেন আরিফুর রহমান, হাফ ম্যারাথনে মো. আল আমিন, ১০ কিলোমিটারে মো. নয়ন ও ৫ কিলোমিটারের সাজ্জাদুল ইসলাম। মহিলা বিভাগের হাফ ম্যারথনে নাসরিন বেগম, ১০ কিলোমিটারে সুমনা হক ও ৫ কিলোমিটারে শাহানা লিলি বিজয়ী হয়েছেন। সামাজিক সম্প্রীতি, মানবতার ভিত্তি শ্লোগানে উৎসব মুখর পরিবেশে বিভিন্ন বয়সের নারী-পুরুষরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে জানান, শরীর সুস্থ রাখতে নিয়মিত ব্যায়াম করা জরুরি। দৌঁড়ানো শরীরের সুস্থতা বজায় রাখার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়। ছেলেদের হোক আর মেয়েদের হোক সকলের ম্যারাথনে অংশগ্রহন করা উচিত। আয়োজক সংগঠন কসমিক কালচারের সাধারণ সম্পাদক যোয়েল কর্মকার জানায়, দেশে বেসরকারিভাবে এআইএমএস অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে এই ম্যারাথন। এখানে সকল বয়স-পেশার মানুষ রয়েছে। ফলে সম্মিলিত এ ধরণের উদ্যোগের মধ্য দিয়ে সামাজিক বার্তাটা নিজেদের মধ্যে ছড়িয়ে দেয়ার পাশাপাশি অন্যদেরও অনুপ্রাণিত করতে পারবো। ম্যারাথন অর্গানাইজার গ্রুপের সমন্বয়কারী জুরিয়েট জানান, একজন মানুষকে সুস্থ শরীরের বেঁচে থাকতে ম্যারাথন কার্যকরী। বরিশালে ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিলো আমাদের তরুণ সমাজকে আরো অনুপ্রাণিত করা। দৌড় শেষে অংশগ্রহণকারী প্রত্যেককে মেডেল ও বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। বরিশালে এর আগে ২০২০ সালের ফেব্রয়ারিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ম্যারাথন।