3:25 pm , February 28, 2022

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ায় শহীদ কাজী দেলোয়ার এর ৩৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৯৮৪ সালের এই দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজ পথে আন্দোলনে মিছিলে নেতৃত্বদান কারি ঢাকা বিশ্ববিদ্যালয়রে মেধাবী ছাত্র ঢাকার ফুলবাড়িয়া পুলিশের ট্রাক চাপায় শাহদাৎ বরণ করেন।
এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শহীদ কাজী দেলোয়ারের গ্রামের বাড়ি ভা-ারিয়ার উত্তর পৈকখালী নিজ বাড়ি শহীদ কাজী দেলোয়ার স্মৃতি দুঃস্থ্য শিশুকল্যান প্রতিষ্ঠান প্রাঙ্গনে পবিত্র কুরআনখানি, আলোচনা সভা, দোয়া মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করা হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনের উদ্যোগে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন শহীদ দেলোয়ার স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও উপজেলা দলীয় কার্যালয়ে আলোচন ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।