ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা মেজর হাফিজের হাজিরা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা মেজর হাফিজের হাজিরা - ajkerparibartan.com
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বিএনপি নেতা মেজর হাফিজের হাজিরা

3:48 pm , February 27, 2022

পরিবর্তন ডেস্ক ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বরিশাল সাইবার ট্রাইব্যুনালে হাজিরা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।গতকাল রবিবার মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু হাফিজের আইনজীবী সময় বাড়ানোর আবেদন করায় ট্রাইব্যুনাল শুনানির জন্য রেখে দেন।মেজর হাফিজের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, রবিবার অভিযোগ গঠনের দিন ধার্য থাকলেও ট্রাইব্যুনালে সময় বাড়ানোর আবেদন করা হয়।বিচারক আবেদনটি শুনানির জন্য রেখে দেন।আগামী ধার্য তারিখে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও প্রত্যাশা করেন মেজর হাফিজের আইনজীবী।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়াম্যান ফরিদুল হক বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি বাবুল হাওলাদারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মেজর হাফিজ। ওই ফোনালাপে আপত্তিকর কথাবার্তা ছিল। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফরিদুল হক মামলা দায়ের করেন। মামলাটি বর্তমান বরিশালের সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT