3:42 pm , February 16, 2022

বিশেষ প্রতিবেদক ॥ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে দক্ষিণ জনপদের মানুষের দূর্ভোগ ক্রমশ বর্ণনার বাইরে চলে যাচ্ছে। ভাল নেই দক্ষিণাঞ্চলের পল্লী এলাকার কৃষক থেকে সাধারন মানুষও। চাল ডাল, ভোজ্য তেল, চিনি, রান্নার গ্যাসের সাথে জ¦ালানী তেলের মূল্য বৃদ্ধির পাশাপশি সড়ক ও নৌপথে পরিবহন ব্যয় বৃদ্ধিতে সাধারন মানুষের জীবন এখন ওষ্ঠাগত। করোনা সংকটে নি¤œ-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলোর সংসার চালান যেখানে কষ্টকর হয়ে উঠছিল, সেখানে একের পর এক নিত্যপন্যের মূল্য বৃদ্ধির সাথে জ¦ালানী তেলের দাম বাড়ায় পরিবহন সেক্টরে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি পরিস্থিতিকে যথেষ্ঠ নাজুক করে তুলেছে। আসন্ন রমজানে পণ্যমূল্য পরিস্থিতি সাধারন মানুষের দূর্ভোগ কোথায় গিয়ে ঠেকবে, তা নিয়ে শংকা বাড়ছে সর্ব মহলেই।
এমনকি এবার ভরা আমন মৌসুমেও চালের দাম কমেনি দক্ষিণাঞ্চলে। অথচ ধানের দাম ছিল গত বছরের চেয়ে মনপ্রতি ১শ থেকে ২শ টাকা কম। দেনা শোধ করতে বেশীরভাগ প্রান্তিক কৃষকই ভরা মৌসুমে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন। এখন বেশী দামে চাল কিনতে গিয়ে মহা সংকটে এ অঞ্চলের কৃষকগন।
পণ্যমূল্য বৃদ্ধি এখন দক্ষিণাঞ্চলের শহুরে জীবনের মত পল্লী এলাকায়ও যথেষ্ঠ বিরূপ প্রভাব ফেলছে। এ অঞ্চলে ৪৫ টাকার নিচে এখন নি¤œÑমধ্যম মানের চালও মিলছে না। নি¤œ-মধ্যম মানের ‘ব্রি-২৮’ চালের কেজিও ৫৩-৫৪ টাকা কেজি। মধ্যম সরু মানের ‘মিনি কেট’ চালের কেজি ৬৪-৬৬ টাকা। সয়াবিন তেরে দাম আরেক দফা বেড়ে এখন ১৭০ টাকা লিটার। পাম তেলের লিটারও ইতোমধ্যে ১৬০ টাকায় উঠেছে। চিনির কেজি এখন ৮০ টাকার উপরে। মুসুর ডাল সহ সব ধরনের ডালের দামও ইতোমধ্যে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশীয় জাতের মুসুর ডালের কেজি ১শ টাকার উপরে, মুগ ডালের কেজি ১৩০ টাকা। খেসারী ডালও ৬৫ টাকা কেজি। সামনে রোজায় খেসারী ডালের দাম আরো বাড়বে বলে শংকিত সাধারন মানুষ।
রান্নার গ্যাসের দাম নিয়েও ক্ষুদ্ধ দক্ষিণাঞ্চলের মানুষ। গত বছর এ সময়ে সাড়ে ১২ কেজির যে এলপি গ্যাস সিলিন্ডারের দাম ছিল সাড়ে ৮শ টাকা, এখন তা সাড়ে ১২শ টাকা।
এদিকে ডিজেলের মূল্য বৃদ্ধির সুবাদে সারা দেশের সাথে দক্ষিণাঞ্চলেও সড়ক ও নৌ পথে ভাড়া বেড়েছে যথাক্রমে ৩০ ভাগ ও ৩৫ ভাগ। ফলে পরিবহন ব্যয় বেড়ে পণ্যমূল্য বৃদ্ধির বাড়তি ক্ষেত্র তৈরী হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। মানুষের চলাচলও যথেষ্ট সীমিত হয়ে পড়েছে। এমনকি জ¦ালানীর মূল্য বৃদ্ধি সহ নানা অজুহাতে বরিশাল সেক্টরে আকাশ পথেও গত এক বছরে যাত্রীভাড়া বেড়েছে ৫শ টাকা।
নিত্য পণ্যমূল্য বৃদ্ধির এ ধারা আসন্ন রমজানে কি পরিস্থিতির সৃষ্টি করবে, তা নিয়ে শংকিত দক্ষিণাঞ্চলের সাধারন মানুষ।