3:47 pm , February 15, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে রোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় কর্মচারী নাজমুল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সম্প্রতি হাসপাতালের পরিচালক বরাবর ভুক্তভোগী পরিবারের সদস্য আলমগীর এই লিখিত অভিযোগ দেন। লিখিত অভিযোগে বলা হয়, আলমগীরের ছোট ভাই শিশু মোহন গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায়। পরে ২৬ জানুয়ারি হাসপাতালের মহিলা অর্থপেডিক ওয়ার্ডে ভর্তি করা হলে প্রাথমিক ব্যান্ডেজ করার কথা বলে নাজমুল ৬০০ টাকা নেয়। চলতি মাসের ১০ ফেব্রুয়ারি পাকা ব্যান্ডেজ করার কথা বলে নাজমুল ফের ৫০০ টাকা নেয়।এমনকি টাকা দিতে অপরাগতা প্রকাশ করার কারনে নাজমুল আমার সাথে খারাপ আচরন করে। এ বিষয়ে হাসপাতালের মহিলা অর্থপেডিক ওয়ার্ডে কর্মরত নাজমুল হোসেনের সঙ্গে সাক্ষাতে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে। এদিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) এসএম মনিরুজ্জামান বলেন, “ সম্ভবতো ডাক বিভাগে অভিযোগটি রয়েছে। অফিসিয়ালি আমি এখনও লিখিত অভিযোগটি হাতে পাইনি”।