জেলা প্রশাসকের সাথে বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত জেলা প্রশাসকের সাথে বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত - ajkerparibartan.com
জেলা প্রশাসকের সাথে বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

3:52 pm , February 14, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ গতকাল দুপুরে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাত কালে ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে জেলা প্রশাসককে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন। জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বলেন, ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক গুলোতে স্বাস্থ্য সেবার মান আরো বাড়াতে হবে। বিশেষ করে ক্লিনিক গুলোতে রোগীদের হয়রানি যেন না হয় সেদিকে নজর রাখার জন্য তিনি জোর তাগিদ দেন। জেলা প্রশাসক বলেন যে সব ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অনিয়ম পাওয়া যাবে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ওনার্স এসোসিয়েশনের সভাপতি কাজী মফিজুল ইসলাম বলেন, গরীব ও অসহায় রোগীদের আমরা বিশেষ ছাড় দিচ্ছি। এছাড়াও কোন কোন ক্ষেত্রে শতভাগ ফ্রি চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি জেলা প্রশাসককে অবহিত করেন যে, দেশের মোট স্বাস্থ্য সেবা খাতের ৬০ ভাগ সেবা বেসরকারি ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দেয়া হয়ে থাকে। ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা অধিদপ্তরের লাইসেন্স দ্রুত নবায়নের বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। পরে পহেলা ফাল্গুন উপলক্ষে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সহ-সভাপতি সানোয়ার হোসেন, সাধারন সম্পাদক শারমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী লিকু, কাজী মিরাজ, কোষাধ্যক্ষ ডা: নজরুল ইসলাম, নির্বাহী সদস্য কাজী আল-মামুন প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT