2:53 pm , February 13, 2022

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়ায় চেক ডিজ অনার মামলায় ২ লাখ টাকা জরিমানাসহ দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) অপূর্ব চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। একই দিন রবিবার দুপুরে বরিশাল প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ইফতেখার আহমেদ জরিমানার ২ লাখের এক লাখ টাকা আদালতে জমা দেওয়ায় ও উচ্চ আদালতে আপিলের শর্তে তাকে জামিন দিয়েছেন।