3:27 pm , February 11, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাল জালিয়াতির মাধ্যমে আওয়ামী সমর্থিত আইনজীবী প্যানেল বিজয় হাসিল করার প্রতিবাদে ফলাফল প্রত্যাখান করে সাংবাদিক সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। শুক্রবার সকালে নির্বাচনের ফলাফল ঘোষনার পর সন্ধ্যায় সাড়ে ৭ টায় বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখান করে তারা। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা ইউনিটের সভাপতি এ্যাড. মহসিন মন্টু বলেন, নির্বাচনে আওয়ামী আইনজীবীরা ভোট কেন্দ্রের মধ্যে প্রবেশ করে সাধারন ভোটারদের ভয়ভীতি দেখিয়ে জোর করে ব্যলোট পেপার নিয়ে যায়। পরে তাদের মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করে। তিনি আরো অভিযোগ করে বলেন, নির্বাচন চলাকালীন সময় নির্বাচন কমিশন সু কৌশলে ভোটারদের হাতে ব্যলোট পেপার দেওয়ার আগে ক্রোস বা টিক চিহৃ দিয়ে ব্যালটটি বাক্সে ভর্তির ব্যবস্থা করে। তিনি বলেন, আমরা ভোট গ্রহনের স্থান পরিবর্তনের দরখাস্ত দিলে নির্বাচন কমিশনার ওয়াদা করে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার হঠাৎ করে সিদ্ধান্ত পরিবর্তন করে পূর্বের স্থানে ভোট গ্রহনের ব্যবস্থা করে। এমনকি জাল জালিয়াতির একটি ব্যালোট হাতে নাতে ধরিয়ে দেওয়ার পর আপত্তির পরিপেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার ওই ব্যালোটটি জব্দ করার নাটক করে পুনরায় ব্যালোট পেপার সরবারহ করার দৃস্টান্ত স্থাপন করে। সংবাদ সম্মলনে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিএনপির নিশ্চত বিজয় জোর করে ছিনিয়ে নিয়েছে। নির্বাচন কমিশন সঠিকভাবে গঠন না হলে জাতীয়তাবাদী আইনহীবী ফোরাম আর নির্বাচনে যাবে না। সংবাদ সম্মলে নেতৃবৃন্দরা বলেন, আমরা এই নির্বাচন এর ফলাফল প্রত্যাখান করছি, আর এই অণ্যায়ের জন্য আইনের আশ্রয় নেব। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন, আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টু, সভাপতি প্রার্থী এ্যাড. সাদেকুর রহমান লিঙ্কন, সাধারন সম্পাদক প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ ইমন, অর্থ সম্পাদক প্রার্থী এ্যাড. আঃ মালেক সহ অন্যান্য প্রার্থী ও ফোরাম সদস্য গণ।