3:15 pm , February 10, 2022

ভা-ারিয়া প্রতিবেদক ॥ সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে ভা-ারিয়া উপজেলা জেপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পার দলীয় কার্যালয়ে আলোচনা সভা, আনোয়ার হোসেন মঞ্জুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল দোয়া মোনাজাত শেষে কেক কাটা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেপির উপজেলা সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেপির কেন্দ্রীয় নেতা মো. ইউসুফ আলী আকন, জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সদস্য সচিব ও ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, যুগ্ম আহবায়ক ও নদমুলা ইউপি চেয়ারম্যান মো. মেজবা উদ্দিন আরিফ জোমাদ্দার, জেপি নেতা মো. শফিকুল আলম খোকন সিকদার, পৌর জেপির আহবায়ক মো. জামাল উদ্দিন স্বপন মিয়া, পৌর যুবসংহতির সভাপতি মো. নাসীর উদ্দিন দুলাল সরদার, স্বেচ্ছা সেবক পার্টির উপজেলা সভাপতি মো. মনির সরদার, পৌর কাউন্সিলর মো. মানিক হাওলাদার, উপজেলা মেম্বর এ্যাসোসিশনের সভাপতি ইউপি সদস্য মো. মনির হোসেন, উপজেলা ছাত্রসমাজের উপজেলা আহবায়ক মো.সালাহউদ্দিন রাহাত জোমাদ্দার প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মাহাফুজুল হাসান।