খুলনাকে ৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল খুলনাকে ৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল - ajkerparibartan.com
খুলনাকে ৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল

3:18 pm , January 31, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বিপিএলে প্রিমিয়ার ব‍্যাংকখুলনা টাইগার্সকে হারিয়েছে ফরচুন বরিশাল। সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরিস্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা ৬ রানে হারিয়েছে। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ বলবাকি থাকতে ১৪৫ রানে গুটিয়ে যায় বরিশালের ইনিংস। ব‍্যাটিংঅর্ডারে অদল-বদল করেও তেমন সুবিধা করতে পারেনি ফরচুন বরিশাল। ফিল্ডিংয়ে প্রিমিয়ার ব‍্যাংক খুলনা টাইগার্সের বেশ কিছু ভুলের পরও তাদের পুঁজি বড় হয়নি। দলেরপক্ষে দুই ব্যাটসম্যান দুই অংকের কোটা পেরিয়েছে। ২৭ বলে তিন ছক্কা ও দুই চারে ৪১ রানকরেন সাকিব। তিন চারের পাশে দুই ছক্কায় ৪০বলে তার ৪৫ রান করেন শান্ত । প্রিমিয়ার ব‍্যাংক খুলনা টাইগার্সের মেহেদিকোনো উইকেট নাপেলেও ৪ ওভারে মাত্র ১৩ রান দেন। প্রথমবারের মতো মাঠে নামা খালেদ ৪১ রানে নেন ৩উইকেট। দুটি করে উইকেট নেন ফরহাদ রেজা ও কামরুল ইসলাম রাব্বি। জবাবে ব্যাট করতে নেমে২০ ওভারে ৫ উইকেট হারিয়ে প্রিমিয়ার ব‍্যাংক খুলনা টাইগার্স ১৩৯ করে। সংক্ষিপ্ত স্কোর: ফরচুন বরিশাল: ১৮.৫ ওভারে ১৪৫ (ব্র্র‍্যাভো ৯, গেইল ৪, হৃদয় ৫, সাকিব ৪১, শান্ত ৪৫,সোহান ১০, জিয়া ৮, শুক্কুর ৬, মুজিব ১২, মেহেদি রানা ০, শফিকুল ০*; মেহেদি ৪-০-১৩-০,খালেদ ৪-০-৪১-৩, কামরুল ৩-০-২৫-২, থিসারা ৪-০-৩২-১, প্রসন্ন ১-০-১১-০, ইয়াসির১-০-৮-০, রেজা ১.৫-০-১৪-২)

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT