দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় শনাক্ত ৩২১ জন দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় শনাক্ত ৩২১ জন - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে ২৪ ঘন্টায় শনাক্ত ৩২১ জন

3:20 pm , January 26, 2022

বিশেষ প্রতিবেদক ॥ নগরী সহ সমগ্র দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমনের ভয়াবহ উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় এ অঞ্চলে আরো ৩২১ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যা গত আগষ্টের প্রথম ভাগের পরে সর্বোচ্চ। এ নিয়ে চলতি মাসের ২৬ দিনেই দক্ষিণাঞ্চলে ১ হাজার ৩৩৭ জনের দেহে করেনা শনাক্ত হয়েছে। যা পূর্ববর্তী ৪ মাসের চেয়েও বেশী। তবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়লেও এখনো নগরী সহ দক্ষিণাঞ্চলের কোথাও নুন্যতম স্বাস্থবিধি কেউ অনুসরন করছেন না। বিষয়টি নিয়ে প্রশাসনিক কোন পদক্ষেপও অনুপস্থিত। এমনকি সরকারী নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে খোদ নগরীর অনেক কোচিং সেন্টার পর্যন্ত প্রকাশ্যে ও গোপনে চালু রয়েছে। অথচ গত ২৪ ঘন্টায়ও নগরীতে এ অঞ্চলের সর্বাধিক, ৭২ জনের দেহে করোনা সংক্রমন শনাক্ত হয়েছে। তবে তা আগের দু দিনের চেয়ে ৫ জন করে কম ছিল। গত সোম ও মঙ্গলবার নগরীতে ৭৭ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছিল। নগরীতে ১১ হাজার ৬শ সহ দক্ষিণাঞ্চলে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৪৬ হাজার ৯৩৭ জনে। ইতোমধ্যে নগরীতে ১০২ জন সহ এ অঞ্চলে মৃত্যু হয়েছে ৬৮০ জনের।
গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় আক্রান্তের সংখ্যা ছিল ১২৯ জন। বরিশালের সিভিল সার্জন ও জেলা সদরের জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ছাড়াও আরো ১১ জন স্বাস্থ্য কর্মীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৯ হাজার অতিক্রম করে আরো ৩১ জন যোগ হয়েছে। ইতোপূর্বোই মারা গেছেন ২৩০ জন। যারমধ্যে মহানগরীতেই মৃত্যুর সংখ্যা ১০২।
খুলনা-বাগেরহাটের সীমান্তবর্তী পিরোজপুরেও পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে আরো ৬৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। গত জুলাই মাসেও এ জেলায় খুলনা-বাগেরহাট থেকে বিপুল সংখ্যক মানুষ সংক্রমিত হয়। এ নিয়ে পিরোজপুরে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৫ হাজার ৬১১ জনে। মারা গেছেন ৮৩ জন।
পটুয়াখালীর পরিস্থিতিও অবনতিশীল। গত ২৪ ঘন্টায় এ জেলাতে আরো ৪২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে সাগর পাড়ের এ জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৬ হাজার ৩৯২ জনে। ইতোপূর্বে মারা গেছেন ১০৯ জন। দ্বীপজেলা ভোলার পরিস্থিতিও ক্রমাগত অবনতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলাটিতে আরো ৩৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটির বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপেও করোনা রোগী শনাক্ত হচ্ছে। জেলাটিতে ইতোমধ্যে শনাক্তের সংখ্যা ৭ হাজার ৬৯ জনে উন্নীত হয়েছে। মারা গেছেন ৯১ জন।
দক্ষিণাঞ্চালের সর্বাধিক শনাক্ত হারের জেলা ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় আরো ৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ অঞ্চলের সবচেয়ে ছোট এ জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা ৪ হাজার ৭৮০ জনে পৌছেছে । মারা গেছেন ৬৯ জন। আর সর্বাধিক মৃত্যুহারের বরগুনাতেও গত ২৪ ঘন্টায় আরো ২১ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৪ জনে পৌছুলেও জেলাটিতে সাড়ে ৩ মাসেরও বেশী সময় পরে গত সোমবার আরো ১ জন সহ মোট মৃত্যুর সংখ্যাটা ৯৮ জনে উন্নীত হয়েছে।
তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় আরো ৩৭ জন দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪৪ হাজার ৮৪২ জন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT