ছেলের পা অপারেশন করাতে বাবার আকুতি ছেলের পা অপারেশন করাতে বাবার আকুতি - ajkerparibartan.com
ছেলের পা অপারেশন করাতে বাবার আকুতি

3:21 pm , January 22, 2022

 

লালমোহন প্রতিবেদক ॥ ভোলার লালমোহনে মাদ্রাসা পড়–য়া একমাত্র পুত্র সন্তানের পা অপারেশনের খরচ মেটাতে নিজের বসত ভিটে বন্ধক রেখেও পুরো অপারেশন সম্পন্ন করাতে পারেননি এক অসহায় জেলে বাবা। গত বছরের মার্চে ঢাকায় মায়ের ডাক্তার দেখাতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন লালমোহনের ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাঠির মাথা এলাকার নিরব মাঝির ছেলে মো. নিজাম উদ্দিন। সে স্থানীয় পাটওয়ারীর হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। ওই দুর্ঘটনায় নিজামের বাম পায়ের হাড় ভেঙে যায়। দুর্ঘটনার পর ঢাকার শ্যামলী, মিডফোর্ড মুন লাইট হসপিটাল ও ঢাকা কমিউনিটি হসপিটালে ডাক্তার দেখিয়ে চারবার অপারেশন করতে হয় নিজামকে। তার পায়ের চারবারের অপারেশনে অসহায় জেলে বাবা নিরব মাঝি নিজেরে শেষ সম্বল বসতভিটা বন্ধকসহ দার-দেনা করে অন্তত ৬ লক্ষ টাকা খরচ করলেও এখনও সেরে উঠেনি নিজামের পা। আগামী ফেব্রুয়ারী মাসের শেষের দিকে আবার ঢাকা কমিউনিটি হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে হবে অপারেশনের জন্য। সেখানে আরও অন্তত প্রায় ৩ লক্ষ টাকা প্রয়োজন। তবে এখন নিজের কাছে কোনো অর্থ না থাকায় একমাত্র মাদ্রাসা পড়–য়া ছেলের পায়ের অপারেশন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন এই অসহায় বাবা। সঠিক সময়ে পা অপারেশন না করানো গেলে নষ্ট হয়ে যেতে পারে নিজামের পা। চিরদিনের জন্য পঙ্গুত্ব বরণ করতে পারে নিজাম উদ্দিন।
তার বাবা নিরব মাঝি বলেন, গত বছরের মার্চে নিজাম তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যায় ঢাকাতে। এসময় সেখানে তার মা, ছোট দুই বোনসহ দাদিও দুর্ঘটনার শিকার হয়। নিজাম বাদে বাকিরা চিকিৎসায় সেরে উঠলেও এখনও নিজাম সুস্থ হতে পারেনি। ইতোমধ্যে নিজামের পায়ের অপারেশন করাতে গিয়ে গ্রামের মানুষের সহযোগিতা, দেনা আর বসতভিটেও বন্ধক রাখতে হয়েছে। আগামী ফেব্রুয়ারী মাসে আবার নতুন করে অপারেশন করাতে ঢাকায় যেতে হবে। সেখানে আরও অন্তত ৩ লক্ষ টাকার প্রয়োজন। এ টাকার জন্য পুরোপুরি নিরুপায় হয়ে পড়েছি। এখন আমার থেকে এক টাকাও নাই। মাছ ধরে সংসার চালাই। যা দিয়ে নিজেদের খেয়ে-পরে বেঁচে থাকার চাইতে বেশি কিছু করাও সম্ভব না। তাই ছেলের পা অপারেশন সম্পন্ন করতে সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের কাছে সহযোগিতা কামনা করছি। সহযোগিতা পাঠানোর ঠিকানা: ০১৭৩৬৭৭৪৯১৬ (বিকাশ পার্সোনাল, নিরব মাঝি)।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT