বিভাগের সবগুলো জেলাকে রেড জোন ঘোষণা বিভাগের সবগুলো জেলাকে রেড জোন ঘোষণা - ajkerparibartan.com
বিভাগের সবগুলো জেলাকে রেড জোন ঘোষণা

3:00 pm , January 20, 2022

একদিনে শতাধিক আক্রান্ত, সনাক্তের হার ২৫ ছাড়িয়েছে

হেলাল উদ্দিন ॥ বরিশালে একদিনে শতাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগে গত ২৪ ঘন্টায় ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ২৫ শতাংশের উপরে। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিস এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে বরিশাল বিভাগের সবগুলো জেলাকে গুরুত্বপূর্ন ঘোষনা করেছে বরিশাল স্বাস্থ্য বিচার। সনাক্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সব গুলো জেলাকে রেড জোন বা জরূরী এলাকা হিসাবে দেখছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। বরিশাল স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের ৬ জেলায় একদিনে ১১৭ জন করোনা আক্রান্ত হয়েছে। মোট ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ সনাক্তের রেকর্ড এটি। আক্রান্ত বা সনাক্তের বিচারে যথারীতি এগিয়ে আছে বরিশাল জেলা। এই জেলায় ৫০ জন করোনা সনাক্ত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ পিরোজপুর জেলায় সনাক্ত হয়েছে ২৯ জন। তবে বিভাগে এই দিন করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু ঘটেনি। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের উপ পরিচালক ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, হঠাৎ করেই বরিশালে করোনা রোগী বেড়ে গেছে। জাতীয় সনাক্তের হারের সাথে আমাদের সনাক্তের হারও প্রায় মিলে যাচ্ছে। এটা অবশ্যই আতংকের। তাই আমরা বিভাগের সবগুলো জেলাকে গুরুত্বপূর্ন হিসাকেই দেখছি। কারন প্রতিদিন জেলায় জেলায় সংক্রামনের হার বা সংখ্যা উঠানামা করছে।
তিনি বলেন, গত এক সপ্তাহে সনাক্তের সংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে এবং সনাক্তের হার দেখে মনে হচ্ছে বরিশালে করোনা সংক্রমন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। তাই যাদের লক্ষন আছে তাদেও দ্রুত পরীক্ষা করার তাগিদ দেন তিনি। পাশাপাশি আতংকিত না হয়ে মাস্ক পড়াসহ সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT