ঝালকাঠিতে ১৫ মণ জাটকা জব্দ ॥ ৬ জনকে জরিমানা ঝালকাঠিতে ১৫ মণ জাটকা জব্দ ॥ ৬ জনকে জরিমানা - ajkerparibartan.com
ঝালকাঠিতে ১৫ মণ জাটকা জব্দ ॥ ৬ জনকে জরিমানা

3:18 pm , January 19, 2022

ঝালকাঠি প্রতিবেদক ॥ ঝালকাঠিতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী তাদেরকে এ সাজা দেন। ‘তাৎক্ষণিক অভিযানে প্রত্যেককে ৫ হাজার করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে শহরের কৃষ্ণকাঠি পেট্রোল পাম্প মোড়ে বেশ কয়েকটি বাসে অভিযান চালিয়ে ২টি বাস থেকে জাটকাগুলো জব্দ করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, কুয়াকাটা-বেনাপোল রুটে কুয়াকাটা এক্সপ্রেস এর চালক মো. মামুন হোসেন, সুপারভাইজার মো. খোকন ও হেলপার আলতাফ হোসেন। একই রুটের ‘সেভেন স্টার পরিবহনের চালক মো. দিপু, সুপারভাইজার আশরাফুল ইসলাম ও হেলপার মো. রিপন। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘গত নভেম্বর থেকে জুন পর্যন্ত ৮ মাস জাটকা ধরা, পরিবহন, মজুদ ও বেচা-কেনার উপর সরকারী নিষেধাজ্ঞা রয়েছে। একটি চক্র এ বিধি-নিষেধ অমান্য করে জাটকা শিকার ও বাজারজাত অব্যহত রাখছিল। তিনি আরো বলেন, ‘উদ্ধারকৃত জাটকা পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর বন্দরের বিভিন্ন আড়ৎ থেকে পিরোজপুর, খুলনা ও যশোরের বাজারে যাচ্ছিল। পথে জাটকাগুলো জব্দ করে রাতেই বিভিন্ন মাদ্রাসার বোডিং এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে।’

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT