3:15 pm , January 19, 2022

নলছিটি প্রতিবেদক ॥ নলছিটিতে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সাজমীল আক্তার (১৩) নামে ঐ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে নলছিটির থানা পুলিশ। সাজমীল উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. লিটন খানের মেয়ে ও তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এলাকাবাসী জানান, সাজমীলের বাবা-মা ঢাকায় থাকেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমরা বলতে পারব না। আমরা এসে দেখছি ওড়না দিয়ে ঘরের ভিতরে আড়ার সঙ্গে ঝুলছে। পরে নলছিটির থানা পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান সাংবাদিকদের বলেন, খবর শুনে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনও মামলা হয়নি। তবে তদন্ত চলছে ।