3:18 pm , January 18, 2022

হিজলা প্রতিবেদক ॥ হিজলা উপেেজলার ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজারে চাদার দাবীতে ওয়ের্ষ্টান কোম্পানীর ১৪/১৬ প্রকপ্লের সুপারভাইজার কে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত সুপার ভাইজার আসাদুল (৫০) কে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ওয়েষ্টান গ্রুপের ইঞ্জিনিয়ার সিভিল সার্জন কামরুল ইসলাম জানান গত সোমবার সন্ধ্যা ৬ টায় তাদের কাজের স্থানে গিয়ে এলাকার শামীম আকরাম সবুজ সহ কয়েক জনের একটি গ্রুপ আমাদেরকে খুজতে থাকে। তখন উপস্থিত সুপার ভাইজার আসাদুলের কাছে দেড় কোটি টাকা চাদা দাবী করে। তখন তিনি তার কোম্পানীর উর্দ্ধতনের সাথে যোগাযোগ করার জন্য বললে তারা ক্ষিপ্ত হয়ে আসাদুলকে হাত পা বেধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের আলীগঞ্জ বাজারের কার্যালয়ে নিয়ে বেধম মারপিট করে। তখন হামলারকারীদের ভয়ে এলাকাবাসী আসাদুলকে উদ্ধার করতে যায়নি। এই হামলার সংবাদ পেয়ে পানি উন্নয়ন বোর্ডের এসবি আরিফ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের এসও সৈকত হোসেন এবং সিভিল ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম এসে আসাদুলকে উদ্ধার করে। এ ঘটনায় হিজলা থানায় আসাদুল বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া বলেন হামলার বিষয়টি আমি অবগত আছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।