3:18 pm , January 18, 2022

বাবুগঞ্জ প্রতিবেদক ॥ বাবুগঞ্জ থেকে প্রকাশিত মাসিক বাবুগঞ্জ বার্তা পত্রিকার সৌজন্যে ও বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে সোমবার দুপুর ১২ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আমীনুল ইসলামের কাছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল আহমেদ আজাদ, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাবুগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান খান, বাবুগঞ্জ উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহাব উদ্দিন বাচ্চু, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রভাষক একেএম জিয়াউল হক প্রমূখ।