3:17 pm , January 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগীয় কমিশনার ও পটুয়াখালী জেলা প্রশাসক করোনা আক্রান্ত হয়েছেন। ডিসি সম্মেলনের পূর্বে গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন মঙ্গলবার ডিসি সম্মেলন শুরুর পূর্বে দেশের সকল জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের করোনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে ২ জন বিভাগীয় কমিশনার ও ৫ জন জেলা প্রশাসকের করোনা পজেটিভ ধরা পড়ে। যাদের মধ্যে সদ্য যোগদানকারী বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান এবং পটুয়াখালীল জেলা প্রশাসক কামাল হোসেন রয়েছেন। যারা এই সম্মেলনে উপস্থিথ হতে পারবেন না।