3:15 pm , January 17, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি’র পক্ষে শীতর্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বরিশাল সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান মাহমুদ হাওলাদারের আয়োজনে সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা বাস-মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কর্যালয়ে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এসময় মহানগর যুবলীগের সদস্য মনিক, ২৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মান্নান, মহানগর ছাত্রলীগের নেতা মোঃমাহিদুর রহমান মাহাদসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।