পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন চেয়ারম্যানরা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন চেয়ারম্যানরা - ajkerparibartan.com
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্বে থাকছেন চেয়ারম্যানরা

3:14 pm , January 17, 2022

বরিশালসহ দেশের সকল জেলা পরিষদসমূহে

নিজস্ব প্রতিবেদক ॥ জেলা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বর্তমান পরিষদ দায়িত্ব পালন করবে। এ মর্মে ১৬ জানুয়ারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে চিঠি বরিশালসহ দেশের সকল জেলা পরিষদে প্রেরন করা হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত পত্রে বলা হয় জেলা পরিষদ ২০০০ এর ধারা ৫ অনুযায়ী জেলা পরিষদসমূহের মেয়াদ পরিষদের প্রথম সভার তারিখ থেকে ৫ বছর পর্যন্ত। তবে পরবর্তী পরিষদ প্রথম সভায় মিলিত না হওয়া পর্যন্ত পূর্ববর্তী পরিষদ দায়িত্ব পালন করবে। এমতাবস্থায় বর্তমান জেলা পরিষদসমূহের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উক্ত আইনের ধারা ৫ অনুযায়ী পরিষদসমূহকে দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। চিঠির অনুলিপি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন), মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব, যুগ্মসচিব (প্রশাসন অধিশাখা) এবং সিনিয়র সচিবের একান্ত সচিবের নিকট প্রেরন করা হয়েছে। উল্লেখ্য বর্তমান পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিলো ২৮ জানুয়ারি ২০২২।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT