3:10 pm , January 17, 2022

সাইফুল ইসলাম, বানারীপাড়া থেকে ফিরে ॥ বানারীপাড়ায় জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের জমিতে রোপিত গাছ কর্তন, বাঁধা দিলে বেধরক পিটিয়ে গুরুতর আহত করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে, বানারীপাড়া থানার মাদারকাঠী গ্রামের মৃত. গোলাম রসুল খানের ছেলে আলম খান(৭০) এর সাথে একই গ্রামের মৃত. মোঃ আনোয়ার হোসেন ডাকুয়া ওরফে বাদশা’র ছেলে মো. কবির ডাকুয়া(৪৫)এর সাথে আলম খান, মৃত গোলাম কাদের খান’র ছেলে তারা খান, মৃত বসন্ত কুমার হালদার’র ছেলে সুবাস হালদার’র সাথে পৈত্রিক সম্পত্তি ভোগ দখল নিয়ে পূর্বে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার ও গতকাল সোমাবর সকালে মৃত.আনোয়ার হোসেন ডাকুয়া ওরফে বাদশা’র ছেলে মো. কবির ডাকুয়া জোরপূর্বক তাদের সম্পত্তিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। এসময় সুবাস হালদারের ছেলে সুমন হালদার বাধাঁ প্রদান করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেন। সুমন হালদারের ডাক-চিৎকারে তাকে উদ্ধার করতে আলম খান, পুস্প রানী হালদার, তারা খান এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করেন এবং প্রাণ নাশের ভয় দেখিয়ে স্থান ত্যাগ করেন। বর্তমানে হামলার স্বীকার পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার বিষয়ে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপরে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।