3:07 pm , January 17, 2022

সুর লহরী সংগীত বিদ্যালয়ের কার্যকরী কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক ॥ মাহাবুব মোর্শেদ শামিমকে সভাপতি ও মো: ইকবাল হাসানকে সাধারন সম্পাদক করে সুর লহরী সংগীত বিদ্যালয় এর কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গতকাল বিকেল ৫ টায় সুর লহরী সংগীত বিদ্যালয় কার্যালয়ে সংগঠনের বার্ষিক সাধারন সভায় ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আবুল খায়ের সবুজ। সভায় শুরুতেই প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আ: জলিলের রুহের মাগিফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর পর সংঘঠনের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা শেষে আগামি তিন বছরের জন্য কার্যকরী কমিটি সভায় সর্ব সম্মতিক্রমে অনুমতি গৃহীত হয়।