3:06 pm , January 17, 2022

বাকেরগঞ্জ প্রতিবেদক ॥ বাকেরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য ‘বীর নিবাস’ গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় পৌরসভার ৬নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধা মৃত এমএম মিজানুর রহমান এর পরিবারের গৃহ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. লোকমান হোসেন ডাকুয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবী রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আসাদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ঠিকাদার প্রতিষ্ঠান মের্সাস দোয়েল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো.আসাদুল ইসলাম রাজু।