স্ত্রীসহ সাবেক এমপি আউয়ালের জামিনের মেয়াদ বাড়ল স্ত্রীসহ সাবেক এমপি আউয়ালের জামিনের মেয়াদ বাড়ল - ajkerparibartan.com
স্ত্রীসহ সাবেক এমপি আউয়ালের জামিনের মেয়াদ বাড়ল

3:05 pm , January 16, 2022

নিজস্ব প্রতিবেদক ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ বেড়েছে। তাদের পরবর্তী হাজিরারতারিখ ৩ মার্চ। বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম রোববার বেলা ১১টার দিকে আসামিদের ৩ মার্চ পর্যন্ত জামিন দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিপ্লব কুমার রায় নিউজবাংলাকে বলেন, ‘আসামিরা দুদকের মামলায় আদালতে হাজির হয়ে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করে। শুনানি শেষে বিচারক ৩ মার্চ পর্যন্ত তাদের জামিনের মেয়াদ বাড়ান।’
২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক আলী আকবর বাদী হয়ে আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে তিনটি মামলা করেন। একটি মামলায় আউয়ালের সঙ্গে তার স্ত্রী পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। ২০০৮ ও ২০১৪ সালে পর পর দুইবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আউয়াল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT