2:54 pm , January 12, 2022
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে পৃথক দুই অভিযানে বিপুল ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক হয়েছে। আটককৃতরা হলো- নগরীর ৫ নং ওয়ার্ডের ৫ নং ওয়ার্ডের নুর ইসলামের ছেলে সুমন ওরফে মান্না সুমন (৩৪) ও ঝালকাঠি পৌরসভার ২ নং ওয়ার্ডের বাসিন্দা আবুল কালাম আজাদের ছেলে মাসুম বিল্লাহ। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর ও কাউনিয়া থানার পুলিশ পৃথক দুই অভিযান করে। পলাশপুরের মোহাম্মদপুর মাটির রাস্তা থেকে ২২০ পিস ইয়াবা ও নগদ ৪০ হাজার টাকাসহ সুমনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। তবে তার স্ত্রী শিল্পি বেগম পালিয়ে গেছে।
এদিকে কাউনিয়া থেকে দুই হাজার পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ। পৃথক দুই অভিযানের ঘটনায় কাউনিয়া থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।