3:20 pm , January 11, 2022

ভা-ারিয়া প্রতিবেদক ॥ ভা-ারিয়ার শাহাবুদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গভর্নিং বডি ভোট হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় থেকে ভোট গ্রহন শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত ভোট নেয়া হয়। নির্বাচনে অভিভাবক সদস্য পদে ৪ জন প্রার্থীর মধ্যে সাংবাদিক আল আমিন আহমেদ ২০৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন। ২০৫ ও ১৮০ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মোঃ ফিরোজ আলম ও মোঃ তমিজ উদ্দিন মিঞা কাজল। এছাড়াও শিক্ষক প্রতিনিধি পদে ৬ জন প্রার্থীর মধ্যে নির্বাচিত হয়েছেন টি.এম মনোয়ার হোসেন, মোঃ বশীর উদ্দিন ও মাহফুজুর রহমান। উল্লেখ্য নির্বাচনকে কেন্দ্র করে সোমবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তুহিন মিয়া বাদী হয়ে ভান্ডারিয়া থানা মামলা করেন। প্রতিহিংসায় জেরে সাংবাদিক আল আমীন আহম্মেদ ঐ মামলায় আসামী করা হয়।