বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

3:14 pm , January 10, 2022

 

নিজস্ব প্রতিবেদক ॥ প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, সভা ও কনসার্টের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে। সোমবার নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি পালন শুরু হয়। জেলা ও মহানগর আ’লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি নিবেদন হয়। প্রথমে সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর পক্ষ থেকে। মেয়রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন প্যানেল মেয়র এ্যাড. রফিকুল ইসলাম খোকনের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারি বৃন্দ। পরে জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে মহানগরের নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পর্যায়ক্রমে সদর উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ, বরিশাল আইনজীবী সমিতি,বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, যুবলীগ, জেলা ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. একেএম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন এ্যাড. তালুকদার মো. ইউনুসসহ নেতৃবৃন্দ। এদিকে জেলা প্রশাসকের আয়োজনে শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT