2:59 pm , January 8, 2022
পরিবর্তন ডেস্ক ॥ বরিশালের বাবুগঞ্জ খাদ্য গুদাম থেকে সরকারি ২০ টন চাল মিনিকেট চালের বস্তায় ভরে কালোবাজারে পাচার চেষ্টা মামলায় গ্রেফতার উপজেলা খাদ্য কর্মকর্তা ফরিদা খাতুনসহ ২ জনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।শুক্রবার শেষ বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এই মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান।এর আগে, গত বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদামে অভিযান চালিয়ে সরকারি ২০ টন চাল মিনিকেট চালের বস্তায় ভরে পাচারের চেষ্টাকালে খাদ্য কর্মকর্তা (ওসি এলএসডি) ফরিদা খাতুন ও শ্রমিক মোফাজ্জেল খানকে হাতে নাতে ধরে ফেলে উপজেলা প্রশাসন। সরকারি চাল বোঝাই মিনিকেট চালের ৮০০বস্তা জব্দ করা হয়। এসময় একটি গোডাউন সিলগালা করে দেয় উপজেলা প্রশাসন। এছাড়া ৫১০টি সরকারি চালের খালি বস্তা ও মিনিকেট চালের জোড়া কবুতর ও ডলফিন ব্রান্ডের ১ হাজার খালি বস্তা জব্দ করা হয়।এ ঘটনায় শুক্রবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা পারভিন বাদী হয়ে ফরিদা খাতুন, শ্রমিক মোফাজ্জেল খান, স্থানীয় চাল ব্যবসায়ী রসুল জমাদ্দার, মো. বাচ্চু ও মো. সেন্টু খানকে আসামি করে বাবুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ফরিদা ও মোফাজ্জেলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ।বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, সরকারি চাল কালোবাজারে বিক্রি চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার খাদ্য কর্মকর্তাসহ দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।