3:25 pm , January 7, 2022
বিশেষ প্রতিবেদক ॥ তোমরা বিদায় হজ্জের ভাষণ পড়, বোঝ। বিদায় হজ্জের ভাষণে জীবনের দিক নির্দেশনা নবী করিম সাঃ দিয়ে গেছেন। আমাদের সকলেরই তাই বিদায় হজ্জের ভাষণ জানা জরুরী। এরপর সূরা ফাতির এর শেষ আয়াত
আর যদি আল্লাহ মানুষদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য পাকড়াও করতেন, তাহলে যমীনের উপর একটি প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না। কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবাইকে ছাড় দিয়ে থাকেন। অতঃপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় তখন তিনি তাদের পাকড়াও করেন। কেননা আল্লাহ তো তাঁর বান্দাদের ব্যাপারে অতিগোপনীয় বিষয়েও দৃষ্টি রাখেন এবং তিনি সব জানেন। শুক্রবার জুম্মার বয়ানের সমাপ্তি করেন সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মসজিদুল খোলাফা এর ঈমাম মুফতি আব্দুল হাকিম।
এর আগে মুফতি হাকিম আল্লাহর প্রেম ও ভালোবাসার গভীরতা বুঝাতে মূসা আঃ ও ঈসা আঃ এর শিশুবেলার ঘটনা উল্লেখ করেন। মূসা (আঃ) শিশু বয়সে ফেরাউনের গালে চড় মেরেছেন। আর ঈসা (আঃ) দোলনায় শুয়ে শুয়ে উপস্থিত মানুষের সাথে কথা বলেছেন। আল্লাহর এই প্রমাণ দেখেও ঐ সময় কাফেররা অবিশ্বাস করেছে। কারণ আল্লাহ তাদের হেদায়েত দেননি।