কাঠালিয়ার অপচিকিৎসক ডা: তাপসের বিরুদ্ধে মানববন্ধন কাঠালিয়ার অপচিকিৎসক ডা: তাপসের বিরুদ্ধে মানববন্ধন - ajkerparibartan.com
কাঠালিয়ার অপচিকিৎসক ডা: তাপসের বিরুদ্ধে মানববন্ধন

2:50 pm , January 6, 2022

কাঠালিয়া প্রতিবেদক ॥ কাঠালিয়ার ডা.তাপস এর বিরুদ্ধে মানববন্ধন করেছে অপচিকিৎসার শিকার মাহিনুরের মা ও বোন। বৃহস্পতিবার সকাল ১১ টায়, উপজেলা শহীদ মিনারের সামনে, কাঠালিয়া সামাজিক সংগঠন নাগরিক ফোরামের সহযোগিতায় মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বলা হয় গত ৫ ডিসেম্বর কাঠালিয়ার মৃত শাহজাহানের মেয়ে মাহিনুর (২৬) কে কাঠালিয়া স্বাস্থ্য পরিবার, পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদার সরকারি হাসপাতালে চিকিৎসা না দিয়ে, ৩৬হাজার টাকা চুক্তিতে স্থানীয় ক্লিনিক নিউ সাউথ অ্যাপেলো ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের পর জরায়ু কেটে ফেলেন। এতে মাহিনুরের প্রচুর রক্তক্ষরণ হয়, তখন ১৩ ব্যাগ রক্ত লাগে তার। বর্তমানে মাহিনুরের অবস্থা সংকটাপন্ন। সে এখন ঢাকা পিজি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই ভিকটিমের মা ও বোন স্থানীয় লোকজন নিয়ে কাঠালিয়া নাগরিক ফোরামের সহযোগিতায় অপচিকিৎসক তাপস কুমারের আনিত অভিযোগের সুষ্ঠু তদন্ত করে করে বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার দাবি জানান। এতে উপস্থিত ছিলেন নাগরিক ফোরামের সভাপতি মো. বাদল হাওলাদার। বক্তব্য রাখেন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলাম রাসেল শিকদার, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রাজিব তালুকদার, কাঠালিয়া জাতীয় পার্টির সভাপতি এনায়েত হোসেন খসরু, নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলি জমাদার, নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ২ আসাদুজ্জামান সোহাগ, দপ্তর সম্পাদক নাগরিক ফোরাম ইলিয়াস হাওলাদার, প্রচার সম্পাদক নাগরিক ফোরাম শফিকুল ইসলাম শাওন, এছাড়া উপস্থিত ছিল অপচিকিৎসার শিকার মাহিনুর এর মা রুনু বেগম, মাহিনুর বোন সহ স্থানীয় নারী-পুরুষ। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, মানববন্ধনের সংবাদ পেয়ে অপচিকিৎসার বিষয় ধামাচাপা দিতে ডা.তাপস কুমার পরিবার পরিকল্পনা কর্মীদের দিয়ে পাল্টা মানববন্ধন করাবেন বলে জানা যায় ।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT