মহিপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাজা ও ইয়াবা সহ আটক ২ মহিপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাজা ও ইয়াবা সহ আটক ২ - ajkerparibartan.com
মহিপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাজা ও ইয়াবা সহ আটক ২

2:48 pm , January 6, 2022

কুয়াকাটা প্রতিবেদক ॥ পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ১ কেজি ৯৪০ গ্রাম গাজা ও ১০ পিচ ইয়াবা সহ ২ জন মাদক কারবারী কে আটক করা হয়েছে।বুধবার গোপন সংবাদের ভিত্তিতে গভীট রাতে মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মোঃ আবুল খায়েরের নির্দেশক্রমে মহিপুর থানার এস আই মান্নান ,এস আই বেল্লাল,এ এস আই সুলাইমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মহিপুরের কাটপট্টি এলাকা থেকে ১০ পিচ ইয়াবা সহ মহিপুর গ্রামের আব্দুস ছত্তারের ছেলে একাধিক মাদক মামলার আসামি নিজাম (৩৫) কে গ্রেফতার করা হয়।আপর এক অভিযানে মহিপুর থানার এস আই সাইফুল ইসলাম ও এস আই রাসেল হোসাইনের নেতৃত্বে বুধবার রাত ২ টায় মহিপুর কো অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ -পশ্চিম কোন থেকে ১ কেজী ৯৪০ গ্রাম গাজা সহ বিপিনপুর গ্রামের আব্দুর রশিদ (৪৫) কে আটক করা হয়।মহিপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার মো:আবুল খায়ের বলেন আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো বলেন, মহিপুর থানা এলাকাকে যাতে কেউ মাদকের রুট হিসেবে ব্যবহার না করতে পারে সেই ব্যাপারে সর্বদা তৎপর মহিপুুর থানা পুলিশ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT